টেক জায়ান্ট গুগল নিজেদের মোবাইল সংস্করণের সার্চ করার ডিজাইনে পরিবর্তন আনছে। গুগল বলছে, পড়া ও ব্যবহারের সুবিধার জন্য এ পরিবর্তন আনা হচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘এতে ফন্ট, আকার ও রঙের পরিবর্তন আনা হবে। আগের থেকে এটি হবে সহজ ও উজ্জ্বল।’
এই নকশা ঠিক কবে আসবে, তা নির্দিষ্ট করে জানায়নি টেক প্রতিষ্ঠানটি। শুধু বলা হয়েছে, দ্রুত আসছে এটি। আর এসব পরিবর্তন নিয়মিত প্রক্রিয়ার একটি অংশ। গুগল বলছে, নিয়মিতই এ ক্ষেত্রে পরিবর্তন আনা হবে।
নতুন নকশায় মোবাইল পর্দায় আগের চেয়ে বেশি জায়গা নেবে সার্চ ফলাফল।
এবারের নকশায় নিজস্ব কিছু ফন্টও ব্যবহার করেছে গুগল। সার্চের ফলাফলে সেই ফন্ট বেশি বেশি আসবে। এরই মধ্যে অ্যানড্রয়েড ও জিমেইলসহ অন্যান্য সেবায় এই ফন্টগুলো ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি।
সূত্র : সার্চইঞ্জিনল্যান্ড.কম
মন্তব্য