kalerkantho

শুক্রবার । ১৩ ফাল্গুন ১৪২৭। ২৬ ফেব্রুয়ারি ২০২১। ১৩ রজব ১৪৪২

ইতালিতে অস্থায়ীভাবে বন্ধ হলো টিকটিক

টেক প্রতিদিন ডেস্ক   

২৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইতালিতে অস্থায়ীভাবে বন্ধ হলো টিকটিক

১০ বছরের এক ইতালীয় কিশোরীর মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে টিকটককে। আর এ ঘটনার পর ইতালির ডাটা নিরাপত্তা কর্তৃপক্ষ দেশটিতে ১৩ বছরের কম বয়সীদের জন্য অস্থায়ীভাবে টিকটিক বন্ধ করে দিয়েছে। এই সময়সীমা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে।

টিকটকের ‘ব্ল্যাকআউট চ্যালেঞ্জ’-এ অংশ নিয়ে বেল্ট দিয়ে গলায় ফাঁস দেয় ওই কিশোরী। বাথরুমে আশঙ্কাজনক অবস্থায় তার পাশে পাওয়া যায় একটি স্মার্টফোন। পরে স্থানীয় একটি হাসপাতালে মারা যায় কিশোরীটি। ‘ব্ল্যাকআউট চ্যালেঞ্জ’-এ অংশগ্রহণের আগে বিষয়টি নিজের মা-বাবাকে জানিয়েছিল সে।

দেশটিতে অপ্রাপ্তবয়স্কদের টিকটক ব্যবহারের ক্ষেত্রে বয়স প্রমাণের নির্দেশনাও জারি করা হয়েছে। তার পরও এসব প্ল্যাটফর্মে কম বয়সীদের যুক্ত হওয়ার প্রবণতা বাড়ছে। সম্প্রতি সামাজিক প্ল্যাটফর্মগুলোতে শেয়ারের জন্য ব্যতিক্রমী ভিডিও বানাতে গিয়ে বিশ্বব্যাপী বেশ কিছু দুর্ঘটনার ঘটনা ঘটেছে।    সূত্র : ম্যাশেবল

মন্তব্যসাতদিনের সেরা