বিদেশবিভুঁই যাচ্ছেন; কিন্তু ভাষা নিয়ে চিন্তায় আছেন? কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের টাইমকেটলির তৈরি ‘ডাব্লিউটি২ এজ’ কানে থাকলে এটা কোনো সমস্যাই বলে মনে হবে না। দেখতে অন্যান্য যেকোনো ইয়ারবাডের মতো। এটি রিয়েল টাইমে চল্লিশ ভাষা এবং ৯৩টি উচ্চারণ ধরতে পারে। এটির সুবিধা হচ্ছে কোনো ভাষার অনুবাদ হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না। এটা এত দ্রুত অনুবাদ করে যে আপনি যেকোনো ভিনভাষীর সঙ্গে কথাবার্তা চালিয়ে যেতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সূত্র : ম্যাশাবল
মন্তব্য