আপনি কি ‘বাথরুম সিঙ্গার’? ভালোবাসেন গোসল করতে করতে গান গাইতে? তাহলে ব্যবহার করতে পারেন ‘শাওয়ার পাওয়ার’। এটি পানিপ্রবাহের শক্তি ব্যবহার করে ভেতরে থাকা ব্যাটারি চার্জ করতে পারে। শুধু তা-ই নয়, এটি ব্লুটুথের সাহায্যে সংযুক্ত হতে পারে স্মার্টফোনের সঙ্গে। সেখানে চালানো যাবে গান। চাইলে সেই গানের সঙ্গে গলা মেলাতে পারেন। আর গান শোনার জন্য এতে স্পিকারও আছে। সূত্র : ম্যাশেবল
মন্তব্য