kalerkantho

সোমবার । ২৩ ফাল্গুন ১৪২৭। ৮ মার্চ ২০২১। ২৩ রজব ১৪৪২

ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

টেক প্রতিদিন ডেস্ক   

১৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ এই প্রতিপাদ্য নিয়ে চতুর্থবারের মতো সারা দেশে উদযাপিত হয়েছে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০’।

দিবসটি উপলক্ষে গত শনিবার সকালে আইসিটি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলকের নেতৃত্বে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে উদ্বোধনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ডিজিটাল প্ল্যাটফর্মে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য দেন এবং উদ্বোধন ঘোষণা করেন। ভার্চুয়াল ও ভৌত কাঠামোর সংমিশ্রণে আয়োজিত অনুষ্ঠানে সভাপত্বি করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক। অনুষ্ঠানে দেশের আইসিটি খাতে বিশেষ অবদান রাখায় ১৫ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস পুরস্কার ২০২০’ প্রদান করা হয়।

মন্তব্য