দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ও লাইফ ইনস্যুরেন্স করপোরেশন (এলআইসি) অব বাংলাদেশের মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুসারে, এলআইসি অব বাংলাদেশের কর্মকর্তারা বাংলালিংক করপোরেট সংযোগের পাশাপাশি বাল্ক এসএমএস, এম-কানেক্স, ফিল্ড ফোর্স লোকেটর ও ডাটাভিত্তিক সেবা ব্যবহার করবেন। বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াৎ এ তানজীন এবং এলআইসি অব বাংলাদেশের এমডি ও সিইও অরুপ কুমার দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
মন্তব্য