ছোটখাটো ট্যাংকের মতো দেখতে ‘ইয়ার্ডড্রোয়েড’ রোবটটি আদতে মালির কাজ করে থাকে। নিজে থেকেই এটি নিজের ট্যাংকে পানি ভরে বাগানে দিতে পারে। একই সঙ্গে এটি ঘাস কাটা থেকে শুরু করে পোকা-মাকড় মারার জন্য ওষুধও ছিটাতে পারে। আর রাতে মালি থেকে নৈশ প্রহরী বনে যায় এই রোবট। এমন বহুমাত্রিক রোবটটির বিক্রি শুরু হবে আগামী বছরের মাঝামাঝিতে। দাম পড়বে আড়াই হাজার ডলার।
সূত্র : বিবিসি
মন্তব্য