kalerkantho

বুধবার। ৬ মাঘ ১৪২৭। ২০ জানুয়ারি ২০২১। ৬ জমাদিউস সানি ১৪৪২

বরিশাল থেকে ‘বিগ’-এর প্রচারণা শুরু

টেক প্রতিদিন ডেস্ক   

২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট সংক্ষেপে ‘বিগ’-এর প্রচারণার অংশ হিসেবে সোমবার বরিশাল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায় অনুষ্ঠিত হয় বিগের অ্যাকটিভেশন প্রগ্রাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। তিনি বলেন, ‘সবচেয়ে বড় সেক্টর হতে পারে আইসিটি খাত, যেখানে আমাদের নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।’

প্রাথমিকভাবে ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২০’-এ তথ্য-প্রযুক্তিভিত্তিক আগ্রহী স্টার্টআপরা www.big.gov.bd এই ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন। জাতীয় পর্যায়ে আগামী ২৫ ডিসেম্বর ২০২০ এবং আন্তর্জাতিক পর্যায়ে ২৫ জানুয়ারি ২০২১-এর মধ্যে তথ্য-প্রযুক্তিভিত্তিক যেকোনো উদ্যোক্তা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিচালক অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা