শুধু হাত নড়াচড়া করে যদি ঘরের বাতি থেকে ড্রোন কিংবা রোবট নিয়ন্ত্রণ করা যায়, তাহলে কেমন হয়? এমন সুবিধা দিচ্ছে প্রযুক্তিপ্রতিষ্ঠান পিসন টেকনোলজি। তাদের ইলেকট্রোনিউরোগ্রাফি প্রযুক্তি মানুষের শারীরবৃত্তীয় বিদ্যুৎকে ডাটায় রূপান্তরের মাধ্যমে কাজ করে থাকে।
সূত্র : ম্যাশেবল
মন্তব্য