kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

বিসিএস সদস্যদের ১ কোটি টাকা পর্যন্ত ঋণ দেবে ব্র্যাক ব্যাংক

টেক প্রতিদিন ডেস্ক   

২৭ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিসিএস সদস্যদের ১ কোটি টাকা পর্যন্ত ঋণ দেবে ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সদস্য এবং উদ্যোক্তারা এখন থেকে বিনা জামানতে এক কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন ব্র্যাক ব্যাংক থেকে। শুধু তা-ই নয়, একই সঙ্গে যাবতীয় ডিজিটাল ব্যাংকিং সেবাও পাবেন তাঁরা। এ জন্য শনিবার বাংলাদেশ কম্পিউটার সমিতি ও ব্র্যাক ব্যাংক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ‘বিসিএস-ব্র্যাক ব্যাংক পার্টনারশিপ’ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক এমপি। তিনি বলেন, “ব্র্যাক ব্যাংক বিসিএস সদস্যদের অর্থায়নে যে সুবিধা প্রদান করছে তা প্রশংসনীয়। সরকার আমদানিকারক হওয়ার চেয়ে উৎপাদনকারী হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেছে। ‘মেড ইন বাংলাদেশ’ স্লোগানে ব্র্যাক ব্যাংক উদ্যোক্তাদেরও সহজ শর্তে অর্থায়ন করবে বলেই আশা করি। বিসিএস সদস্যদেরও ব্যাংকের এই সহযোগিতার কথা মাথায় রেখে ঠিক সময়ে ঋণ পরিশোধ করে ব্যাংকিং খাতকেও উৎসাহিত করা উচিত।”

এই ওয়েবিনারে উপস্থিত ছিলেন বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান কার্যনির্বাহী সেলিম আর এফ হোসাইন, বিসিএস মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা