kalerkantho

সোমবার । ৮ অগ্রহায়ণ ১৪২৭। ২৩ নভেম্বর ২০২০। ৭ রবিউস সানি ১৪৪২

অনারের ব্যবসা আংশিক বিক্রি করবে হুয়াওয়ে

টেক প্রতিদিন ডেস্ক   

২২ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশাখা প্রতিষ্ঠান অনারের ব্যবসা আংশিকভাবে বিক্রি করতে যাচ্ছে হুয়াওয়ে। সংবাদমাধ্যম রয়টার্সের খবর, আংশিক ব্যবসা বিক্রির জন্য অনারের মূল ডিস্ট্রিবিউশন পার্টনার ডিজিটাল চায়না গ্রুপের সঙ্গে হুয়াওয়ের আলোচনা চলছে। ডিজিটাল চায়না বাদে টিসিএল ও শাওমিও হতে পারে সম্ভাব্য ক্রেতা। ৩.৭ বিলিয়ন ডলারে অনার ব্র্যান্ডের আংশিক ব্যবসা বিক্রি করতে পারে হুয়াওয়ে। হুয়াওয়ে যে অংশগুলো বিক্রিতে আগ্রহী তার মধ্যে রয়েছে ব্র্যান্ড, আরঅ্যান্ডডি ডিভিশন ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট।

মন্তব্য