kalerkantho

বৃহস্পতিবার । ১৩ কার্তিক ১৪২৭। ২৯ অক্টোবর ২০২০। ১১ রবিউল আউয়াল ১৪৪২

মানসিক চাপ প্রশমনে সহায়ক ফিটবিট সেন্স

২৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমানসিক চাপ প্রশমনে সহায়ক ফিটবিট সেন্স

দেহের গতিবিধি বুঝে যাঁরা সুস্থতা ধরে রাখতে চান, তাঁদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি স্মার্ট ওয়াচ ‘ফিটবিট সেন্স’। এতে রয়েছে ইডিএ সেন্সর, যা দৈহিক ও মানসিক চাপ প্রশমনে সহায়ক। দেবে আরো নানা খোঁজখবর। আনন্দ দিতে রয়েছে মিউজিক স্টোরেজ। এর দাম ধরা হয়েছে ৩২৯ দশমিক ৯৫ ডলার। 

সূত্র : ম্যাশেবল

মন্তব্য