kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

প্রেস রিলিজ

স্যামসাংয়ের দুই ফোনের প্রি-অর্ডার শুরু

১২ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



সদ্য উন্মোচিত স্যামসাংয়ের পাওয়ার ফোন গ্যালাক্সি নোট২০ ও গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজির প্রি-অর্ডার শুরু হয়েছে। আকর্ষণীয় ইএমআই সুবিধা ও ক্যাশব্যাক অফারে এ   প্রি-অর্ডার অফার চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। গ্যালাক্সি নোট২০ ও গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি ডিভাইস দুটির দাম যথাক্রমে ৯৯ হাজার ৯৯৯ টাকা ও এক লাখ ৩৪ হাজার ৯৯৯ টাকা। গ্যালাক্সি নোট২০   প্রি-অর্ডারের ক্ষেত্রে ক্রেতারা ১০ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন এবং নোট২০ আল্ট্রা ফাইভজি  প্রি-অর্ডারের ক্ষেত্রে ক্যাশব্যাক পাবেন ১৫ হাজার টাকা কিংবা বিনা মূল্যে এক জোড়া গ্যালাক্সি বাডস লাইভ।

মন্তব্য



সাতদিনের সেরা