kalerkantho

মঙ্গলবার । ৭ আশ্বিন ১৪২৭ । ২২ সেপ্টেম্বর ২০২০। ৪ সফর ১৪৪২

মিব্রাউজার থাকবে না শাওমি মোবাইলে

১১ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসম্প্রতি ভারতে নিষিদ্ধ চীনা অ্যাপগুলোর মধ্যে আছে মিব্রাউজারও। চীনা মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান শাওমির মোবাইলে আগে থেকেই ইনস্টল করা থাকে এই অ্যাপ। তবে ভারতের এই সিদ্বান্তের পর শাওমি নতুন করে ঘোষণা দিয়েছে, ভবিষ্যতে শাওমি মোবাইলগুলোতে আগে থেকে আর মিব্রাউজার ইনস্টল করা থাকবে না। আসছে সময়ে শাওমির নিজস্ব অপারেটিং সিস্টেমে এ সুবিধা বাদ দেওয়া হবে। তবে কি এই সিদ্ধান্ত শুধু ভারতের জন্য, নাকি পুরো বিশ্বের জন্য, সে ব্যাপারে অবশ্য নিশ্চিত করে কিছু বলেনি শাওমি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

মন্তব্যসাতদিনের সেরা