kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

চুলকানি বা যন্ত্রণা মুহূর্তে দূর করে দেবে ‘বাইট হেলপার ইজ নিউট্রালাইজার’

১৫ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচুলকানি বা যন্ত্রণা মুহূর্তে দূর করে দেবে ‘বাইট হেলপার ইজ নিউট্রালাইজার’

মশার কামড় বা অন্য কোনো কারণে আপনার দেহের কোথাও চুলকানি বা যন্ত্রণা হতে পারে। তা মুহূর্তে দূর করে দেবে ‘বাইট হেলপার ইজ নিউট্রালাইজার’। থার্মো-পালস প্রযুক্তি ব্যবহার করে এ ডিভাইস আক্রান্ত স্থানে তাপ ও ভাইব্রেশন দেবে। এতে করে দেহের ওই জায়গায় রক্তপ্রবাহ বাড়বে এবং যন্ত্রণা দূর হয়ে যাবে। ম্যাক্সজেন গ্রুপের এ ডিভাইসটির দাম ধরা হয়েছে ৩১.৯৯ ডলার। এটি রাসায়নিকমুক্ত ও দেহের জন্য নিরাপদ।     

সূত্র: ম্যাশেবল 

মন্তব্যসাতদিনের সেরা