kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

মোবাইল ফোন চার্জ দিতে আর তারের ঝামেলা নয়

৯ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমোবাইল ফোন চার্জ দিতে আর তারের ঝামেলা নয়

মোবাইল ফোন চার্জ দিতে আর তারের ঝামেলা নয়, অ্যারগম টেক নিয়ে এসেছে সার্ফেস পিআই ওয়্যারলেস চার্জিং প্যাড। কিউআই সক্ষম এ প্যাডে স্যামসাং গ্যালাক্সি সিরিজ, গুগল পিক্সল সিরিজ, আইফোনসহ অন সব ডিভাইস চার্জ দেওয়া যাবে। পাওয়ার আউটপুট ১০ ওয়াট, খুব দ্রুত চার্জ হবে। এ চার্জারের দাম ধরা হয়েছে ২১.৯৯ ডলার।

সূত্র : ম্যাশেবল

মন্তব্যসাতদিনের সেরা