kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

তথ্য পাচার ঠেকাতে আইওএস অ্যাপ হালনাগাদ করল জুম

১ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতথ্য পাচার ঠেকাতে আইওএস অ্যাপ হালনাগাদ করল জুম

করোনা সংক্রমণের ভয়ে অনেকেই ঘরে বসে অফিস করছেন। এ জন্য গত এক মাসে প্রায় দেড় লাখ ব্যবহারকারী বৃদ্ধি পেয়েছে ভিডিও কলিং অ্যাপ জুমের। আর তাই গোপনে জুম ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করছিল ফেসবুক। বিষয়টি নজর এড়ায়নি জুমের। ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ ঠেকাতে আইওএস অ্যাপ হালনাগাদ করেছে তারা। আইওএস অ্যাপটিতে ফেসবুকের ডেভেলপমেন্ট কিট সেবা বন্ধ করায় ব্যবহারকারীদের কোনো তথ্য সংগ্রহ করতে পারবে না ফেসবুক। উল্লেখ্য, ব্যবহারকারীদের অবস্থানের তথ্য জানার পাশাপাশি তারা কোন ধরনের ডিভাইস ব্যবহার করেন সে তথ্য সংগ্রহ করছে ফেসবুক।

 টেক প্রতিদিন ডেস্ক

সূত্র : ইন্টারনেট

মন্তব্যসাতদিনের সেরা