kalerkantho

সোমবার । ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ । ১  জুন ২০২০। ৮ শাওয়াল ১৪৪১

করোনা বিষয়ে পরামর্শ দেবে ‘অ্যালেক্সা’

৩১ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনা বিষয়ে পরামর্শ দেবে ‘অ্যালেক্সা’

সিরির মতো করেই করোনাবিষয়ে পরামর্শ জানাবে ‘অ্যালেক্সা’। ভাইরাস থেকে রক্ষা পেতে নিয়মিত হাত ধোয়ার কথা গান গেয়ে মনেও করিয়ে দেবে অ্যামাজনের ডিজিটাল সহকারী সেবাটি। এমনকি কারো শরীরে করোনা সংক্রমণ হয়েছে কি না তাও শনাক্ত করতে সহায়তা করবে। ফলে ঘরে বসেই করোনাবিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর জানা যাবে। এ জন্য বাড়তি কষ্টও করতে হবে না। ‘অ্যালেক্সা’যুক্ত ডিভাইসের সামনে প্রশ্ন করলেই উত্তর মিলবে।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট

মন্তব্যসাতদিনের সেরা