kalerkantho

রবিবার। ২৫ শ্রাবণ ১৪২৭। ৯ আগস্ট ২০২০ । ১৮ জিলহজ ১৪৪১

করোনা বিষয়েও পরামর্শ দেবে ‘সিরি’

২৭ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনা বিষয়েও পরামর্শ দেবে ‘সিরি’

করোনাবিষয়ক খুঁটিনাটি তথ্য জানানোর পাশাপাশি রক্ষা পেতে করণীয় বিভিন্ন পরামর্শও জানাবে ‘সিরি’। এমনকি কারো শরীরে করোনা সংক্রমণ হয়েছে কি না তাও শনাক্ত করতে সহায়তা করবে। ফলে ঘরে বসেই করোনাবিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর জানা সম্ভব হবে। এ জন্য বাড়তি কষ্ট করতে হবে না আইফোন ব্যবহারকারীদের। আইফোনের সামনে ‘হাউ ডু আই নো ইফ আই হ্যাভ করোনাভাইরাস’ বা ‘ডু আই হ্যাভ করোনাভাইরাস?’ উচ্চারণ করলেই ব্যবহারকারীদের শরীরের তাপমাত্রা কত বা করোনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো উপসর্গ রয়েছে কি না জানতে চাইবে ‘সিরি’। প্রয়োজনে হাসপাতালে যোগাযোগ করারও পরামর্শ দেবে অ্যাপলের ভার্চুয়াল সহকারী সেবাটি।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট

মন্তব্যসাতদিনের সেরা