kalerkantho

মঙ্গলবার । ২৪ চৈত্র ১৪২৬। ৭ এপ্রিল ২০২০। ১২ শাবান ১৪৪১

স্যামসাং ও আসুস ফোনেও চলবে ‘স্টাডিয়া’

২০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্যামসাং ও আসুস ফোনেও চলবে ‘স্টাডিয়া’

‘পিক্সেল’ ফোনের পাশাপাশি স্যামসাং, আসুস ও রেজার ফোনেও চলবে গুগলের ক্লাউডভিত্তিক নতুন গেমিং সেবা ‘স্টাডিয়া’। তবে সব ডিভাইসে নয়, নির্দিষ্ট মডেলের ফোনে এ সুযোগ মিলবে। মডেলগুলো হলো—স্যামসাংয়ের ‘গ্যালাক্সি এস৮’, ‘গ্যালাক্সি এস৮ প্লাস’, ‘গ্যালাক্সি এস৮ অ্যাক্টিভ’, ‘গ্যালাক্সি নোট ৮’, ‘গ্যালাক্সি এস৯’, ‘গ্যালাক্সি এস৯ প্লাস, ‘গ্যালাক্সি নোট ৯’, ‘গ্যালাক্সি এস১০’, ‘গ্যালাক্সি এস১০ই’, ‘গ্যালাক্সি এস১০ প্লাস’, ‘গ্যালাক্সি নোট ১০’, ‘গ্যালাক্সি নোট১০ প্লাস’, ‘গ্যালাক্সি এস২০’, ‘গ্যালাক্সি এস২০ প্লাস’, ‘গ্যালাক্সি এস২০ আল্ট্রা’, আসুসের ‘আরওজি ফোন’, ‘আরওজি ফোন ২’ এবং ‘রেজার ফোন’ ও ‘রেজার ফোন ২’। উল্লেখ্য, ‘স্টাডিয়া’ ব্যবহারের জন্য অনলাইন থেকে গেম ডাউনলোড করতে হয় না। ইউটিউবে ভিডিও স্ট্রিমিংয়ের আদলেই অনলাইন থেকে পছন্দের গেম খেলা যায়।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট

মন্তব্যসাতদিনের সেরা