kalerkantho

শনিবার । ৯ ফাল্গুন ১৪২৬ । ২২ ফেব্রুয়ারি ২০২০। ২৭ জমাদিউস সানি ১৪৪১

প্রেস রিলিজ

৪৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনছে ওয়ালটন

২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে৪৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন বাজারে আনছে ওয়ালটন। নিজস্ব কারখানায় তৈরি ‘প্রিমো এসসেভেন প্রো’ মডেলের স্মার্টফোনটি এরই মধ্যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রদর্শনও করছে তারা। এ বিষয়ে ওয়ালটন সেলুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, নতুন এই স্মার্টফোনে ক্যামেরার পাশাপাশি হাই পারফরম্যান্সের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য ৬.৩ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোনটির পেছনে রয়েছে পিডিএএফ প্রযুক্তির ৪৮, ৮ এবং ২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। হেলিও পি৭০ প্রসেসরে চলা স্মার্টফোনটিতে আরো রয়েছে ৬ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র‌্যাম এবং ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা। আগামী মাসে বাজারে আসতে যাওয়া স্মার্টফোনটির দাম এখনো ঠিক হয়নি।

মন্তব্যসাতদিনের সেরা