গতকাল থেকে খুলনায় শুরু হওয়া বিডিজবসের চাকরি মেলায় ১১৭ পদে আড়াই শ কর্মী নিয়োগ দেওয়ার কথা থাকলেও আবেদন করেছেন প্রায় ১৫ হাজার চাকরি প্রার্থী। খুলনা জেলা স্টেডিয়ামসংলগ্ন জিমনেশিয়াম হলে চলা এ মেলায় অংশ নিয়েছে ৩৪টি প্রতিষ্ঠান। আবেদন গ্রহণ করে মেলার প্রথম দিনেই তাৎক্ষণিক সাক্ষাৎকার নিয়েছে তারা। আগামীকাল শুধু নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে কর্মী নিয়োগ দেওয়া হবে। উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসান।
মন্তব্য