kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

নতুন দুটি গেম আনল ‘স্টাডিয়া’

৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনতুন দুটি গেম আনল ‘স্টাডিয়া’

‘টুম্ব রাইডার’ ও ‘ফার্মিং সিমুলেটর’ নামের বিনা মূল্যের দুটি গেম নিজেদের প্লাটফর্মে উন্মুক্ত করেছে ‘স্টাডিয়া’। ১৯ নভেম্বর যাত্রা শুরুর সময় ‘ডেসটিনি ২’ ও ‘সামুরাই শোডাউন’ নামের বিনা মূল্যের আরো দুটি গেম উন্মুক্ত করেছিল গুগলের ক্লাউডভিত্তিক গেমিং সেবাটি। অনলাইনভিত্তিক গেমিং সেবাটি ব্যবহারের জন্য প্রতি মাসে অর্থ গুনতে হয়। ইউটিউবে ভিডিও স্ট্রিমিংয়ের আদলে অনলাইনে গেম খেলার সুযোগ দিয়ে থাকে ‘স্টাডিয়া’।

টেক প্রতিদিন ডেস্ক,সূত্র : ইন্টারনেট

মন্তব্যসাতদিনের সেরা