kalerkantho

শনিবার । ১৪ ডিসেম্বর ২০১৯। ২৯ অগ্রহায়ণ ১৪২৬। ১৬ রবিউস সানি               

পছন্দের খবর জানাবে ‘গুগল অ্যাসিস্ট্যান্ট’

২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপছন্দের খবর জানাবে ‘গুগল অ্যাসিস্ট্যান্ট’

সকালে ঘুম থেকে উঠে ‘হেই গুগল, প্লে মি দ্য নিউজ’ উচ্চারণ করলেই ব্যবহারকারীদের আগ্রহ বুঝে বিভিন্ন পত্রিকা বা সংবাদমাধ্যমের বিভিন্ন খবর পড়ে শোনাবে গুগলের ডিজিটাল সহকারী সেবা ‘গুগল অ্যাসিস্ট্যান্ট’। এ জন্য ‘ইউর নিউজ আপডেট’ নামে নতুন ফিচারও উন্মুক্ত করেছে গুগল। প্রাথমিকভাবে ইংরেজি ভাষায় চালু হওয়া এ সেবাটি শুধু যুক্তরাষ্ট্রে ব্যবহারের সুযোগ মিলবে। আগামী বছর পর্যায়ক্রমে বিভিন্ন দেশে ফিচারটি উন্মুক্ত করা হবে। এত দিন ডিজিটাল সহকারী সেবাটি কাজে লাগিয়ে অনলাইন থেকে বিভিন্ন তথ্যের পাশাপাশি নির্ধারিত পত্রিকা বা সংবাদমাধ্যমের সব সংবাদ জানা যেত।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট

মন্তব্যসাতদিনের সেরা