kalerkantho

রবিবার । ১২ আশ্বিন ১৪২৭ । ২৭ সেপ্টেম্বর ২০২০। ৯ সফর ১৪৪২

‘হুয়াওয়ে এক্স জেন্টাল মনস্টার আইওয়্যার’

২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘হুয়াওয়ে এক্স জেন্টাল মনস্টার আইওয়্যার’

রোদ থেকে চোখ রক্ষার পাশাপাশি স্মার্টফোন থেকে সরাসরি বার্তা পড়ে  শোনাতে পারে ‘হুয়াওয়ে এক্স জেন্টাল মনস্টার আইওয়্যার’। কল করার পাশাপাশি গান শোনারও সুযোগ দিয়ে থাকে। এ জন্য ব্লু-টুথ প্রযুক্তির সানগ্লাসটির ফ্রেমের সঙ্গে ছোট স্পিকারও রয়েছে। সিঙ্গাপুরে ‘দ্য শোরুম: টেক মিটস ফ্যাশন’ ফ্যাশন শোতে দেখা মিলেছিল।

মন্তব্যসাতদিনের সেরা