সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানিসহ ১৪ দেশে ‘স্টাডিয়া’ নামের ক্লাউডভিত্তিক নতুন গেমিং সেবা চালু করেছে গুগল। শুরুতেই গেমারদের সমালোচনার মুখে পড়েছে সেবাটি। তাদের অভিযোগ, ধীরগতির হলেও সেবাটি ব্যবহারের জন্য প্রতি মাসে নয় পাউন্ড গুনতে হবে। উল্লেখ্য, সেবাটি ব্যবহারের জন্য অনলাইন থেকে গেইম ডাউনলোড করতে হবে না, প্রয়োজন পড়বে না কোনো প্রতিষ্ঠানের তৈরি গেমিং কনসোলেরও। অর্থাৎ ইউটিউবে ভিডিও স্ট্রিমিংয়ের আদলেই অনলাইন থেকে পছন্দের গেম খেলা যাবে।
টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট
মন্তব্য