kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

জেবিএল লিংক ড্রাইভ

২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজেবিএল লিংক ড্রাইভ

গাড়ি চালানোর সময় মুখের কথায় অনলাইন থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে দেবে জেবিএল লিংক ড্রাইভ। ভার্চুয়াল সহকারী সেবা ‘গুগল অ্যাসিস্ট্যান্ট’যুক্ত থাকায় স্মার্টফোনে আসা মেসেজও পড়ে শোনাতে পারে। মাইক্রোফোন, স্পিকারের পাশাপাশি ছোট ডিসপ্লেও রয়েছে। ব্লুটুথ প্রযুক্তির ডিভাইসটি গাড়ির চার্জিং পোর্টে সহজেই যুক্ত করা যায়। দাম পড়বে ৬০ ডলার।

 

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : অ্যানড্রয়েড পুলিশ

মন্তব্যসাতদিনের সেরা