kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

ডিএনসিসির নাগরিক সেবার তথ্য মিলবে ৩৩৩ নম্বরে

টেক প্রতিদিন ডেস্ক   

১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডিএনসিসির নাগরিক সেবার তথ্য মিলবে ৩৩৩ নম্বরে

মোবাইলে ৩৩৩  ডায়াল করলেই পাওয়া যাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন সেবার তথ্য। প্রশ্ন করার পাশাপাশি সেবা ও হয়রানি বিষয়েও অভিযোগ জানানো যাবে। ডিএনসিসির আওতাধীন সব এলাকার বাসিন্দারা এ সুযোগ পাবে। মঙ্গলবার ডিএনসিসি নগর ভবনে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ বলেন, নতুন এ সেবা চালুর ফলে সিটি করপোরেশনের সেবাগুলো ডিজিটাল হলো। ফলে নিরক্ষর ব্যক্তিও ৩৩৩ নম্বরে ফোন করে ডিএনসিসির কার্যক্রম সম্পর্কে জানতে পরবে। এমনকি সেবা চাইলে লোকবল পাঠিয়ে সমাধান করবে সিটি করপোরেশন। উপস্থিত ছিলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় সচিব হেলালুদ্দীন আহমেদ প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা