kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

স্বচ্ছন্দে গেম খেলার সুযোগ দেবে এলজির ‘জি৮এক্সথিসকিউ’

১৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্বচ্ছন্দে গেম খেলার সুযোগ দেবে এলজির ‘জি৮এক্সথিসকিউ’

এক স্ক্রিনে ছবি এবং অন্য স্ক্রিনে গেম নিয়ন্ত্রণের সুযোগ থাকায় অন্যান্য স্মার্টফোনের তুলনায় স্বচ্ছন্দে গেম খেলার সুযোগ দেবে এলজির ‘জি৮এক্সথিসকিউ’। দুটি স্ক্রিন থাকলেও দ্বিতীয় স্ক্রিনটি প্রায় ৩০ শতাংশ কম ব্যাটারি খরচ করে। শুধু তা-ই নয়, চাইলে অন্যান্য স্মার্টফোনের মতো একটি স্ক্রিনে চালু করা সম্ভব স্মার্টফোনটি। যুক্তরাষ্ট্রে উন্মুক্ত হওয়া স্মার্টফোনটির দাম ৬৯৯ ডলার।

 

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট

মন্তব্যসাতদিনের সেরা