kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

নিজ থেকে পথ চলতে সক্ষম বাহনটি

২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনিজ থেকে পথ চলতে সক্ষম বাহনটি

ট্রেন স্টেশন বা বাসস্টপেজে দীর্ঘ সময়ের জন্য স্কুটার পার্ক করতে গুনতে হয় বড় অঙ্কের অর্থ। সমস্যার সমাধান দেবে টরটয়সের তৈরি চালকবিহীন স্কুটার। নিজ থেকে পথ চলতে সক্ষম বাহনটি যাত্রীদের গন্তব্যে পৌঁছে আবার নির্দিষ্ট স্থান বা চার্জিং পয়েন্টে ফিরতে পারে।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : মেইল অনলাইন

মন্তব্যসাতদিনের সেরা