kalerkantho

সোমবার । ১১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৫  মে ২০২০। ১ শাওয়াল ১৪৪১

বসুন্ধরা সিটিতে মোবাইল আউটফিটারস

৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবসুন্ধরা সিটি শপিং কমপেক্সের ষষ্ঠ তলায় যাত্রা শুরু করেছে মোবাইল আউটফিটারস। উদ্বোধন করেন ল্যাভিশো লাইফস্টাইলের প্রতিষ্ঠাতা সায়মা বিনতে ইলিয়াস। অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বের ৪৯টি দেশে ৭১০টিরও বেশি আউটলেট রয়েছে মোবাইল আউটফিটারসের। নতুন এ শাখায় মোবাইল, ল্যাপটপ, ক্যামেরা বা স্মার্ট ওয়াচের বডি প্রটেকশন, ম্যাট অ্যান্ড অ্যান্টি গ্লেয়ার প্রটেকশন, বাম্পার, ফিউশন স্কিন প্রটেক্টর পাওয়া যাবে।

মন্তব্যসাতদিনের সেরা