kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

এক লাখ ভিডিও, ৫০ কোটি মন্তব্য মুছে ফেলেছে ইউটিউব

৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএক লাখ ভিডিও, ৫০ কোটি মন্তব্য মুছে ফেলেছে ইউটিউব

নিজেদের নীতিমালার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় সম্প্রতি প্রায় এক লাখ ভিডিও মুছে ফেলেছে ইউটিউব। পাশাপাশি বিভিন্ন বিষয়ে ব্যবহারকারীদের করা প্রায় ৫০ কোটি মতামতও মুছে ফেলেছে। ঘৃণাবাচক এবং স্প্যাম ভিডিও প্রচার এবং শিশুবান্ধব না হওয়ায় এসব ভিডিও ও মতামত মুছে ফেলা হয়। ভিডিও ও মতামতগুলো প্রকাশের অভিযোগে প্রায় ১৭ হাজার অ্যাকাউন্টও মুছে ফেলেছে ভিডিও বিনিময়ের সাইটটি।

ইউটিউবের তথ্য মতে, মুছে ফেলা ভিডিওগুলোর ৮০ শতাংশই অন্য ব্যবহারকারীরা দেখার আগেই মুছে ফেলা হয়েছে।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট

মন্তব্যসাতদিনের সেরা