kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

আনুমানিক ‘গ্রাহক’সংখ্যা দেখাবে ইউটিউব

৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআনুমানিক ‘গ্রাহক’সংখ্যা দেখাবে ইউটিউব

ভিডিও নির্মাতা ও দর্শকদের মানসিক চাপ কমাতে চ্যানেলের ‘গ্রাহক’সংখ্যার সর্বশেষ তথ্য না জানিয়ে আনুমানিক সংখ্যা দেখানোর পরিকল্পনা এঁটেছে ইউটিউব। নতুন এ পরিকল্পনার আওতায় বিভিন্ন চ্যানেলে গ্রাহকসংখ্যা হাজার পার হলেই শুধু ‘গ্রাহক’সংখ্যা যুক্ত করা হবে। অর্থাৎ কোনো চ্যানেলের গ্রাহকসংখ্যা দুই লাখ ১৫ হাজার ৩৫৩ হলে শুধু দুই লাখ ১৫ হাজার প্রদর্শন করা হবে। অনেক সময় জনপ্রিয় বিভিন্ন চ্যানেলের মানহীন বিভিন্ন ভিডিওতে হাজার হাজার ভিউ দেখা যায়। এ কারণে ভিডিওটি ভালো না লাগলেও অন্য ব্যবহারকারীরা নিজের অজান্তেই চ্যানেলটির ‘গ্রাহক’ হতে প্ররোচিত হয়। এমনকি ‘গ্রাহক’সংখ্যা কম বা বেশি দেখে অনেক চ্যানেল নির্মাতা হতাশ হওয়ার পাশাপাশি মানসিকভাবে অসুস্থও হয়।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট

 

মন্তব্যসাতদিনের সেরা