kalerkantho

রক্তচাপের তথ্য জানাবে স্মার্টফোন

৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমানুষের চেহারার ভিডিও দেখেই রক্তচাপের তথ্য জানাবে স্মার্টফোন। এ জন্য বাড়তি কোনো তার বা ডিভাইসও শরীরের সঙ্গে যুক্ত করতে হবে না। স্মার্টফোনে সেলফি ভিডিও ধারণ করলেই হবে। ‘ট্র্যান্সডেরমাল অপটিক্যাল ইমেজ’ প্রযুক্তি ভিডিওতে থাকা নির্দিষ্ট ব্যক্তির মুখের রক্তপ্রবাহের পরিমাণ শনাক্ত করবে, যা পর্যালোচনা করে রক্তের চাপের তথ্য জানাবে মেশিন লার্নিং প্রযুক্তি। এরই মধ্যে এ প্রযুক্তি কাজে লাগিয়ে ৯৫ শতাংশ ক্ষেত্রেই সঠিক তথ্য জানা গেছে বলে জানিয়েছেন গবেষকরা। নতুন এ প্রযুক্তি চালু হলে দিনের কোন সময় রক্তের চাপ কত ছিল—সহজেই জানা যাবে। বর্তমানে এ নিয়ে আরো গবেষণা চালাচ্ছেন গবেষকরা।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ম্যাশেবল

মন্তব্য