kalerkantho

শুক্রবার । ১৭ জানুয়ারি ২০২০। ৩ মাঘ ১৪২৬। ২০ জমাদিউল আউয়াল ১৪৪১     

হোয়াটসঅ্যাপের বার্তাও যাচাই করবে ফেসবুক

৫ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহোয়াটসঅ্যাপের বার্তাও যাচাই করবে ফেসবুক

হোয়াটসঅ্যাপের নাম পরিবর্তনের পাশাপাশি মেসেজিং অ্যাপটিতে বিনিময় করা সব বার্তা এনক্রিপ্ট (বিশেষ কোড) করার আগেই স্ক্যান করবে ফেসবুক। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে স্ক্যান করার ফলে বর্তমানের মতোই দ্রুত বিনিময় করা যাবে বার্তাগুলো। ফলে ব্যবহারকারীদের তথ্য বিনিময়ে কোনো সমস্যা হবে না। প্রতিষ্ঠানের তথ্য বিনিময় নীতিমালা ভঙ্গ করা বার্তার সন্ধান পেতেই এ উদ্যোগ। হোয়াটসঅ্যাপের ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ সুবিধার আওতায় ব্যবহারকারীদের বিনিময় করা বার্তা এনক্রিপ্ট বা বিশেষ কোডে পরিণত করে প্রাপকের কাছে পাঠানো হয়। কেবল নির্দিষ্ট ঠিকানায় পৌঁছানোর পর কোডগুলো ভেঙে আবার বার্তায় পরিণত হয়। ফলে প্রেরক এবং প্রাপক ছাড়া অন্য কেউ বার্তায় থাকা তথ্য জানতে পারে না। শুধু তা-ই নয়, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের পক্ষেও এসব বার্তার তথ্য জানা সম্ভব নয়।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট

মন্তব্যসাতদিনের সেরা