নিজ থেকে ভারসাম্য রাখতে সক্ষম সাইকেল তৈরি করেছে চীনের ‘চিংহুয়া বিশ্ববিদ্যালয়’-এর একদল গবেষক। ফলে আনাড়ি হলেও আর পড়ার ভয় থাকছে না আরোহীর। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চিপযুক্ত সাইকেলটি ব্যবহারকারীদের মুখের কথায় দিকও পরিবর্তন করবে।
টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ডেইলি মেইল
মন্তব্য