kalerkantho

বুধবার । ১৭ জুলাই ২০১৯। ২ শ্রাবণ ১৪২৬। ১৩ জিলকদ ১৪৪০

প্রেস রিলিজ

হুয়াওয়ে পণ্যে মূল্যছাড়

১২ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্মার্টফোনের পর এবার স্মার্ট ঘড়ি, ব্লুটুথ স্পিকার ও হেডফোনসহ বিভিন্ন ডিভাইসের দাম কমিয়েছে হুয়াওয়ে। অফারের আওতায় ‘ওয়াচ জিটি’র দাম বর্তমানে ১৬ হাজার ৯৯০ টাকা (পূর্ব মূল্য ১৯ হাজার ৯৯০ টাকা), ‘টকব্যান্ড বি৩ লাইট’ ছয় হাজার ৪৯০ টাকা (পূর্ব মূল্য সাত হাজার ৯৯০ টাকা), পোর্টেবল ব্লুটুথ স্পিকার দুই হাজার ২৯০ টাকা (পূর্ব মূল্য দুই হাজার ৬৯০ টাকা), ‘স্পোর্ট ব্লুটুথ হেডফোন’ দুই হাজার ২৯০ টাকা (পূর্ব মূল্য দুই হাজার ৫৯০ টাকা) এবং ‘ব্যান্ড ই৩’ এক হাজার ৮৫০ টাকায় (পূর্ব মূল্য এক হাজার ৯৯০) পাওয়া যাবে। অফার চলবে ৩১ জুলাই পর্যন্ত।

মন্তব্য