kalerkantho

শনিবার । ২৭ আষাঢ় ১৪২৭। ১১ জুলাই ২০২০। ১৯ জিলকদ ১৪৪১

মুখের কথায় তথ্য মুছে ফেলবে অ্যালেক্সা

৪ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমুখের কথায় তথ্য মুছে ফেলবে অ্যালেক্সা

মুখের কথায়ই অনলাইন থেকে বিভিন্ন তথ্য জানিয়ে থাকে ‘অ্যালেক্সা’। রিমোট ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের টেলিভিশনে ভিডিও বা সিনেমা চালুও করে থাকে। কিন্তু ব্যবহারকারীদের সব নির্দেশ নিয়মিত রেকর্ড করে রাখে আমাজনের ডিজিটাল সহকারী সেবাটি। এসব তথ্য কাজে লাগিয়ে ব্যবহারকারীদের অনলাইন তথ্য খোঁজার ইতিহাস জানার পাশাপাশি  তারা কোন ধরনের ছবি ও ভিডিও পছন্দ করে তাও জানা যায়। বিষয়টি মাথায় রেখে অ্যালেক্সায় রেকর্ড করা সব তথ্য মুছে ফেলার  নতুন ফিচার চালু করেছে আমাজন। ফিচারটি কাজে লাগিয়ে মুখে নির্দেশ দিলেই রেকর্ড করা সব তথ্য মুছে ফেলবে অ্যালেক্সা। উল্লেখ্য, অ্যালেক্সার বিরুদ্ধে গোপনে আলোচনা রেকর্ড করে দূরে থাকা ব্যক্তিকে পাঠানোর অভিযোগ করেছিলেন যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড শহরের এক দম্পতি। তাঁদের দাবি, গোপনে কথাবার্তা রেকর্ড করার পাশাপাশি সেই অডিও বার্তা তাঁদের কনট্যাক্ট লিস্টে থাকা এক বন্ধুকে পাঠিয়েও দিয়েছিল অ্যালেক্সা।

টেক প্রতিদিন ডেস্ক

সূত্র : ইন্টারনেট

মন্তব্যসাতদিনের সেরা