kalerkantho

বৃহস্পতিবার । ১৮ আষাঢ় ১৪২৭। ২ জুলাই ২০২০। ১০ জিলকদ  ১৪৪১

তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে চীনে প্যানেল আলোচনা

টেক প্রতিদিন ডেস্ক   

১৩ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জে হয়ে গেল ‘রাইডিং দ্য ডিজিটাল ওয়েভ ইন বাংলাদেশ’ শীর্ষক প্যানেল আলোচনা। চীনা ব্যবসায়ীদের জন্য আয়োজিত এ প্যানেল আলোচনায় সভাপতির বক্তব্যে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর জানান, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অন্যতম খাত ‘তথ্য-প্রযুক্তি’। সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন ও দক্ষ কর্মীর কারণে এ খাতে দ্রুত উন্নয়ন হচ্ছে। বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতের উন্নয়নে বেসিসের ভূমিকাও তুলে ধরেন তিনি।

উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এলআইসিটি প্রকল্পের পরিচালক রেজাউল করিম, ই-জেনারেশনের চেয়ারম্যান শামিম আহসান প্রমুখ। এর আগে ‘দ্বিতীয় চীন-বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট কো-অপারেশন’ সেমিনারে ভি-নেক্সট প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। এ প্ল্যাটফর্মের মাধ্যমে চীনের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের খাতগুলোর হালনাগাদ তথ্য জানতে পারবেন।

মন্তব্য