kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

প্রেস রিলিজ

বিপিও সামিট নিয়ে অ্যাক্টিভেশন কার্যক্রম

১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে২১ এপ্রিল থেকে ঢাকায় অনুষ্ঠেয় ‘বিপিও সামিট’ নিয়ে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে শুরু হয়েছে অ্যাক্টিভেশন কার্যক্রম। এ আয়োজনে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সেক্টরে কাজের ক্ষেত্র এবং বিপিও খাতের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং। দুই দিনের এ সম্মেলনে দেশ-বিদেশের তথ্য-প্রযুক্তিবিদ, সরকারের নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থীরা অংশ নেবে।

মন্তব্যসাতদিনের সেরা