kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

প্রেস রিলিজ

বিডিনগ সম্মেলন

১২ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে২৬ এপ্রিল থেকে চট্টগ্রামে বসছে ‘দশম বিডিনগ আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালা’। পাঁচ দিনের এ আয়োজনে এক দিন সম্মেলন ও চার দিন কারিগরি কর্মশালা হবে। বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ) আয়োজিত এ কর্মশালায় ইন্টারনেট প্রকৌশলীদের জন্য আইপিভি৬ এবং আইপি মাল্টিকাস্ট বিষয়ে আলোচনা হবে। সহ-আয়োজক হিসেবে রয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। এরই মধ্যে সম্মেলনের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বিস্তারিত www.bdnog.org/ bdnog10 ঠিকানায়।

মন্তব্যসাতদিনের সেরা