kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

ভিডিও ও গেইম স্ট্রিমিং সেবা দেখাল অ্যাপল

২৭ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেভিডিও ও গেইম স্ট্রিমিং সেবা দেখাল অ্যাপল

প্রযুক্তিপণ্য নির্মাণের পর এবার ভিডিও ও গেইম স্ট্রিমিং প্ল্যাটফর্ম পরিচালনার ব্যবসায় প্রবেশ করছে অ্যাপল। গতকাল নিজেদের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ‘অ্যাপল টিভি প্লাস’ এবং ‘আরকেড’ নামের ভিডিও ও গেইম সেবা চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে আইফোনের সঙ্গে তথ্য বিনিময়ে সক্ষম ‘অ্যাপল কার্ড’-এর পাশাপাশি নিউজ অ্যাপ ও ওয়ালেটের হালনাগাদ সংস্করণও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, ‘অ্যাপল টিভি প্লাস’-এ নিবন্ধন করলেই নেটফ্লিক্সের আদলে অনলাইনে বিভিন্ন অনুষ্ঠান ও সিনেমা দেখা যাবে। এ জন্য হলিউডের জনপ্রিয় শিল্পীদের দিয়ে নিজস্ব অনুষ্ঠানও তৈরি করবে ভিডিও সেবাটি। ‘আরকেড’-এ গেইম খেলার জন্যও নিবন্ধন করতে হবে। আইফোন ও আইপ্যাডের পাশাপাশি টেলিভিশনেও খেলার সুযোগ দেবে গেইমিং প্ল্যাটফর্মটি। অন্যদিকে সংবাদপ্রেমীদের জন্য নিজেদের পুরনো নিউজ অ্যাপ হালনাগাদ করে উন্মুক্ত করেছে অ্যাপল। অ্যাপটি কাজে লাগিয়ে প্রতিদিন বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় ৩০০টি সংবাদপত্র ও ম্যাগাজিন পড়ার সুযোগ মিলবে। ক্রেডিট কার্ডের আদলে অনলাইন পেমেন্টসহ বিভিন্ন আর্থিক সুবিধা দেবে ‘অ্যাপল কার্ড’। এটি ব্যবহারের জন্য বাড়তি খরচ গুনতে হবে না এবং সুদের হারও হবে তুলনামূলক কম। লেনদেনের ওপর ভিত্তি করে বিভিন্ন পুরস্কারও পাবেন কার্ডটির ব্যবহারকারীরা।

 

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ডেইলি মেইল

মন্তব্যসাতদিনের সেরা