kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

বার্তা পাঠানোর পর ধ্বংসও করবে ‘ফায়ারফক্স সেন্ড’

১৪ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবার্তা পাঠানোর পর ধ্বংসও করবে ‘ফায়ারফক্স সেন্ড’

নির্দিষ্ট ঠিকানায় বার্তা পৌঁছানোর পর সেগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলতে সক্ষম ফাইল বিনিময় সেবা ‘ফায়ারফক্স সেন্ড’ উন্মুক্ত করেছে মজিলা। প্রতিষ্ঠানটির দাবি, এনক্রিপ্টেড প্রযুক্তিনির্ভর সেবাটি পাঠানো বার্তা বা ফাইলগুলো নির্দিষ্ট সময় বা নির্দিষ্টসংখ্যকবার ডাউনলোড হওয়ার পর নিজ থেকেই মুছে ফেলে। বিনিময় করা তথ্য স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস হওয়ায় ফাঁসেরও আশঙ্কা নেই। ফলে ব্যক্তিগত বা গোপনীয় তথ্য নিরাপদে বিনিময় করা যায়। প্রাথমিকভাবে প্রায় এক গিগাবাইট তথ্য নিবন্ধন ছাড়াই বিনা মূল্যে পাঠানোর সুযোগ মিলবে সেবাটিতে। তবে তথ্যের পরিমাণ বেশি হলে ফায়ারফক্স অ্যাকাউন্টে নিবন্ধন করতে হবে। শিগগিরই সেবাটির পরীক্ষামূলক অ্যানড্রয়েড সংস্করণ উন্মুক্ত করা হবে।

 

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ম্যাশেবল

মন্তব্যসাতদিনের সেরা