kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

খুলনায় শুরু বিসিএসের কম্পিউটার মেলা

টেক প্রতিদিন ডেস্ক   

১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখুলনায় শুরু বিসিএসের কম্পিউটার মেলা

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা

গতকাল থেকে খুলনার হোটেল সিটি ইনের সিটি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে ‘বিসিএস ডিজিটাল এক্সপো’। উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। উপস্থিত ছিলেন সংসদ সদস্য সেখ সালাউদ্দিন, বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, মহাসচিব মোশারফ হোসেন প্রমুখ। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) খুলনা শাখা আয়োজিত পাঁচ দিনের এ মেলায় হালনাগাদ তথ্য-প্রযুক্তি পণ্য ও সেবা প্রদর্শন করা হবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ মেলায় বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগও মিলবে।

মন্তব্যসাতদিনের সেরা