kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

আইসিসিবিতে হবে বেসিস সফটএক্সপো

টেক প্রতিদিন ডেস্ক   

১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআইসিসিবিতে হবে বেসিস সফটএক্সপো

সংবাদ সম্মেলনে আয়োজকরা

১৯ মার্চ থেকে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বসছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রদর্শনী ‘বেসিস সফটএক্সপো’। তিন দিনের এ আয়োজনে দেশ-বিদেশের প্রায় আড়াই শ প্রতিষ্ঠানের তথ্য-প্রযুক্তিভিত্তিক পণ্য ও সেবা প্রদর্শন করা হবে। প্রদর্শনীর আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। গতকাল এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানিয়েছে, প্রদর্শনীতে সফটওয়্যারের পাশাপাশি ডিজিটাল কমার্স, ডিজিটাল এডুকেশন, ফিনটেক, উদ্ভাবনী মোবাইল সেবা, আইটিইএস, উইমেন, ভ্যাট ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) জোন করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, জ্যেষ্ঠ সহসভাপতি ও বেসিস সফটএক্সপোর আহ্বায়ক ফারহানা এ রহমান প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা