kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

পিক্সেল থ্রি এক্সএল

১১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপিক্সেল থ্রি এক্সএল

স্মার্টফোনের সুরক্ষায় নানা রং ও নকশার কেইস ব্যবহার করেন অনেকেই। এবার স্মার্টফোন সুরক্ষার পাশাপাশি বার্তা লেখারও সুযোগ দেবে ‘ইভো টাইপ কেইস’। সেন্সর প্রযুক্তি থাকায় কেইসটির কি-বোর্ডে লিখলেই সেটি স্মার্টফোনের স্ক্রিনে দেখা যাবে। তবে চাইলেই সব স্মার্টফোনে এমনটি করা যাবে না, শুধু ‘পিক্সেল থ্রি এক্সএল’ মডেলের স্মার্টফোনে কাজ করবে কেইসটি। টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট

মন্তব্যসাতদিনের সেরা