kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

হ্যাংআউটসে আসছে ‘স্মার্ট রিপ্লাই’

৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহ্যাংআউটসে আসছে ‘স্মার্ট রিপ্লাই’

বন্ধুদের পাঠানো বার্তার উত্তর আরো দ্রুত ও সহজে দেওয়ার সুযোগ মিলবে হ্যাংআউটসে। এ জন্য বার্তা বিনিময়ের প্ল্যাটফর্মটিতে ‘স্মার্ট রিপ্লাই’ ফিচার চালুর উদ্যোগ নিয়েছে গুগল। ফিচারটি চালু হলে বন্ধুদের পাঠানো বার্তার সহায়ক একাধিক উত্তর নিজে থেকেই স্ক্রিনে দেখা যাবে। অর্থাৎ কোনো বন্ধু নির্দিষ্ট বিষয়ে মতামত জানতে চাইলে স্ক্রিনে দেখা যাবে ‘Yes, I agree’ ‘Sounds good!’ ‘Great! প্রভৃতি উত্তর। পছন্দের উত্তরে ক্লিক করলেই বন্ধুর কাছে চলে যাবে। ফলে পুরো শব্দ লেখার ঝামেলা পোহাতে হবে না। সব কিছু ঠিক থাকলে শিগগিরই ফিচারটি চালু হবে।

 টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : দ্য ভার্জ

মন্তব্যসাতদিনের সেরা