kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

সেরা ২৫-এ বাংলাদেশের দুই প্রকল্প

টেক প্রতিদিন ডেস্ক   

৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসেরা ২৫-এ বাংলাদেশের দুই প্রকল্প

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত ‘স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮’ প্রতিযোগিতার সেরা ২৫ প্রকল্পের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের দুটি প্রকল্প। ছয়টি ক্যাটাগরিতে বিভক্ত এ তালিকায় ‘বেস্ট ইউজ অব ডাটা’ এবং ‘বেস্ট ইউজ অব হার্ডওয়্যার’ বিভাগের সেরা প্রকল্প হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের ‘টিম অলিক’ এবং ‘প্ল্যানেট কিট’। গত বছর পিপলস চয়েস অ্যাওয়ার্ডে শীর্ষ দশে জায়গা করে নিলেও এবারই প্রথম প্রতিযোগিতার মূল আসরে জায়গা করে নিল বাংলাদেশ। সিলেটের দল টিম অলিক তৈরি করেছে ‘লুনার ভিআর প্রজেক্ট’ নামের ভার্চুয়াল রিয়ালিটি অ্যাপ। এটি কাজে লাগিয়ে চাঁদ ভ্রমণের অভিজ্ঞতা পাবেন। অন্যদিকে ঢাকার ‘প্ল্যানেট কিট’ দলটি এমন একটি ডিভাইস তৈরি করেছে, যা কাজে লাগিয়ে মঙ্গলগ্রহে বেঁচে থাকার বিভিন্ন কৌশল ও তথ্য জানা যাবে।

অক্টোবরে দেশের বিভিন্ন প্রান্তের সেরা ৪০টি প্রকল্প নিয়ে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্ব আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। বাংলাদেশ পর্বে সেরা আটটি প্রকল্প নাসার চূড়ান্ত প্রতিযোগিতার অংশ নেওয়ার সুযোগ পায়, যার মধ্যে দুটি দল সাফল্য পেল। এ বিষয়ে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন,‘ এ বছর আমাদের লক্ষ্যই ছিল গত তিন আসরের তুলনায় ভালো করার। প্রথমবারের মতো প্রধান ছয়টি ক্যাটাগরির মধ্যে দুটি ক্যাটাগরির শীর্ষ চারে স্থান করে নেওয়া নিঃসন্দেহে বড় অর্জন।

মন্তব্যসাতদিনের সেরা