kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

শুক্রবার থেকে ঢাকায় উদ্যোক্তা সম্মেলন

টেক প্রতিদিন ডেস্ক   

৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতরুণ ও নতুন উদ্যোক্তাদের সঙ্গে সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ দিতে ৭ ডিসেম্বর থেকে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে বসছে ‘আইপিডিসি উদ্যোক্তা সামিট ২০১৮’। দুই দিনের এ সম্মেলনে ১১টি সেশন, চারটি কর্মশালার পাশাপাশি উদ্যোক্তাদের পণ্য ও সেবা প্রদর্শন করা হবে। বিনিয়োগকারীদের সামনে নিজেদের প্রকল্প ও পরিকল্পনাও তুলে ধরার সুযোগ পাবেন নির্বাচিত উদ্যোক্তারা। এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের উদ্যোক্তা কার্যক্রম ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ যৌথভাবে এই সম্মেলনের আয়োজক। উদ্বোধন করবেন জাতীয় অধ্যাপক ও এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজি এম আমিনুল ইসলাম ও আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক মোমিনুল ইসলাম| www.uddoktasummit.com/ ঠিকানায় নিবন্ধন করে সম্মেলনে অংশ নেওয়া যাবে।

মন্তব্যসাতদিনের সেরা