kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১                     

অকুলাস গোতে চলবে ইউটিউব ভিডিও

১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅকুলাস গোতে চলবে ইউটিউব ভিডিও

ফেইসবুকের ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) হেডসেট অকুলাস গোতে এখন থেকে ইউটিউব ভিডিও দেখা যাবে। থ্রিডি ভিডিওপ্রেমীদের কথা ভেবে সুবিধাটি চালু করা হয়েছে। থ্রিডি ও ৩৬০ ডিগ্রি—দুই ধরনের ভিডিওই চলবে ইউটিউব ভিআর অ্যাপে। ভিডিও দেখার সময় চাইলে অন্যদের সঙ্গে চ্যাটও করা যাবে। ভিআরে চলবে এমন ভিডিও তৈরির সুযোগ করে দিতে ভিআর১৮০ ফরম্যাটে বিশেষ আপডেট এনেছে ইউটিউব। যুক্ত হয়েছে ভিআর১৮০ ক্রিয়েটর টুলও। টুলটি ম্যাক ওএস, লিনাক্স ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পাওয়া যাবে। অ্যাপটি ডাউনলোড করা যাবে https://www.oculus.com/experiences/ go/1458129140982015/ থেকে।

 টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট

মন্তব্যসাতদিনের সেরা